সৌন্দর্যের স্বর্গভূমি নীলাচল

বর্ণনা

আকাশ, পাহাড়, আঁকা-বাঁকা রাস্তা, রুপালী নদী আর মেঘের অর্পূব মিতালী পূর্ণ নীলাচল, যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। নীলাচল পাহাড়ের উপর থেকে পাখির চোখে দেখতে পারবেন পুরো বান্দরবন শহরটি।
নীলাচলের অবস্থান: নীলাচল পর্যটন কেন্দ্রটি বান্দরবন শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ট থেকে প্রায় দুই হাজার ফিট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত।
নীলাচল ভ্রমণের উপযুক্ত সময়: নীলাচলে বর্ষা, শরৎ আর হেমন্তকালে হাতের কাছে মেঘ খেলা করে। একেক স্থান থেকে একেক রকম প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করা যায়। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় বছরের যেকোনো সময়েই যেতে পারেন নীলাচল।
যেভাবে যাবেন নীলাচল: দেশের যে প্রান্ত থেকেই যান আপনাকে প্রথমে যেতে হবে বান্দরবন শহরে। বান্দরবন শহর থেকে নীলাচল যাওয়ার জন্য ভাড়ায় পাওয়া যায় অটো রিকশা, চাঁদের গাড়ি ও জিপ।
নীলাচল ভ্রমণে থাকা-খাওয়া: নীলাচল বান্দরবান শহরের কাছে হওয়ায় বান্দরবান শহরের হোটেল ও রিসোর্ট গুলোতে থাকতে পারবেন। বান্দরবান শহরে অসংখ্য হোটেল ও রিসোর্ট রয়েছে। নীলাচলে ফরেস্ট হিল নামে একটি রেস্টুরেন্ট রয়েছে, আর নীলাচল স্কেপ রিসোর্টে রাত্রি যাপন করলে কর্তৃপক্ষ খাবারের ব্যবস্থা করে।
প্রয়োজনীয় টিপস:
  • বান্দরবান থেকে হালকা খাবার সাথে নিয়ে যাবেন।
  • মাটি আকড়ে রাখতে সক্ষম এক ধরনের জুতা পাওয়া যায়। পারলে সেগুলা নিবেন তাহলে পাহাড়ি পথ সহজ হবে।

Total Ratings: 5

আরো দেখতে পারেন

Generic placeholder image
ট্র্যাকিংয়ের রোমাঞ্চ নিতে কেওক্রাডং
Generic placeholder image
পাহাড় কন্যা ভুটানের পুনাখা ভ্রমন
Generic placeholder image
কম খরচে বরফের রাজ্য সিকিম ভ্রমণ
Generic placeholder image
হিমালয়ের দেশ কাঠমুন্ডু ভ্রমণ
Generic placeholder image
শিমলা যেন এক টুকরো স্বর্গ
Generic placeholder image
পাহাড়ের রাণী মৌসুরী ভ্রমণ
Generic placeholder image
মেঘ ধরতে মেঘের রাজ্য শিলং
Generic placeholder image
শৈল শহরের রাণী দার্জিলিংয়ে
Generic placeholder image
বরফ ও পাথুরে পাহাড়ের সমাহার মানালি
Generic placeholder image
বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি ভ্রমণ