চাঁদ বা মঙ্গল গ্রহে কি দিয়ে বাড়ি বানানো হবে

বর্ণনা

জেনে নিই চাঁদ বা মঙ্গলের বাড়িগুলো কি দিয়ে বানানো হবে
কল্পনাবিজ্ঞানের গল্প বা সিনেমায় দেখা যায়, ভিনগ্রহে মানুষ থাকে কাঁচ বা ধাতুর তৈরি বিভিন্ন আকারের বাড়িতে। তবে নাসা বলছে কাঁচ বা ধাতু দিয়ে নয়, চাঁদ-মঙ্গলে মানুষের বাড়ি তৈরি হবে ব্যাঙের ছাতার মতো ছত্রাক দিয়ে। মূলত ছত্রাকের যে অংশটিকে মাটির নীচে থাকে, সেই মাইসেলিয়া দিয়ে। মাটির নীচে থাকা ছত্রাকের যে অংশটিকে আমরা দেখতে পাই না সাধারণত, সেটিই “মাইসেলিয়া”- যেটা ছত্রাকের মূল অংশ।
 
ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে নাসার রিসার্চ সেন্টারে  মাইকো আর্কিটেকচার প্রজেক্টের প্রধান বিজ্ঞানী লিন রথ্সচাইল্ড জানান, এসব অনুজীব বাঁচার প্রয়োজনে সৌরশক্তি শুষে নেয়। আর তা দিয়ে পানি ও বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাসকে বদলে দেয় অক্সিজেনে। এভাবেই বায়ুমন্ডলহীন চাঁদ আর মঙ্গলে নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান আসবে। তিনি আরও জানান, পানি ও বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ভেঙে সেই অণুজীবরা বানাতে পারে আরও কিছু পদার্থ। যা খেয়ে তারা বেঁচে থাকতে পারবে।গবেষণায় দেখা গেছে, মঙ্গলের অসম্ভব রুক্ষ পরিবেশে দিব্য বেঁচে থাকতে পারে এ ধরনের ছত্রাক। বেঁচে থাকতে পারে চাঁদেও, বায়ুমণ্ডলের অভাবে যেখানে প্রতিমুহূর্তেই আছড়ে পড়ছে সূর্য থেকে ছুটে আসা বিষাক্ত কণা, রশ্মি, মহাজাগতিক রশ্মিও। শুধু তাই নয়, ছত্রাকের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন হয় না, সেই অক্সিজেন আমরা টেনে নিতে পারব। আর বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্যাস টেনে নেবে ছত্রাক। এমনকি, আমাদের জৈববর্জ্য বস্তুগুলোও খেতে পারবে ছত্রাক। ফলে চাঁদ ও মঙ্গলের পরিবেশ দূষিত হবে না।

Total Ratings:

আরো দেখতে পারেন

Generic placeholder image
মানুষ ছাড়া মহাকাশ ভ্রমণ করা প্রাণীগুলো
Generic placeholder image
মহাকাশে যেভাবে জীবনযাপন করেন নভোচারীরা