এফ এ কিউ

এফ এ কিউ


প্রশ্নঃ মোবিশপ কি ধরণের সার্ভিস?

উত্তরঃ মোবিশপ একটি ওয়্যাপ পোর্টাল যেখানে বিভিন্ন ক্যাটাগরির আকর্ষণীয় ও প্রয়োজনীয় ভিডিও কনটেন্ট রয়েছে যেমন- ভ্রমণ, বিজ্ঞান ও বিস্ময়, স্বাস্থ্য বিষয়ক টিপস, গৃহস্থালি টিপস, ফ্যাশন ও রুপসজ্জা, রান্নাবান্না, ধর্মীয়, বিনোদন, কিডস জোন ইত্যাদি। মোবিশপ পোর্টালে সাবস্ক্রাইব করে একজন ইউজার/ কাস্টমার তার পছন্দমত ক্যাটাগরি থেকে আনলিমিটেড ভিডিও কনটেন্ট দেখতে পারবেন।

প্রশ্নঃ মোবিশপ পোর্টালটি কেন অন্য পোর্টাল থেকে আলাদা?

উত্তরঃ কয়েকটি কারণে মোবিশপ পোর্টালটি অন্য পোর্টাল থেকে আলাদা। সেগুলো হল- ইউজার মোবিশপ পোর্টালে সাবস্ক্রাইব করার পর তার পছন্দমত যেকোনো ক্যাটাগরি থেকে আনলিমিটেড ভিডিও কনটেন্ট দেখতে পারবেন। মোবিশপ প্রোটালে বাচ্চাদের জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে। মোবিশপ প্রোটাল ইউজার/ কাস্টমারের সুবিধা এবং প্রয়োজনের কথা মাথায় রেখেই কনটেন্ট সাজানো হয়েছে। মোবিশপ পোর্টালটি সম্পূর্ণ বাংলা ভাষায় সাজানো হয়েছে।

প্রশ্নঃ মোবিশপ পোর্টালে কোন হিডেন চার্জ আছে কিনা?

উত্তরঃ না, মোবিশপ পোর্টালে কোন প্রকার হিডেন চার্জ নেই।

প্রশ্নঃ মোবিশপ পোর্টাল থেকে ভিডিও কনটেন্ট কি ডাউনলোড করা যায়?

উত্তরঃ মোবিশপ পোর্টালে গিয়ে ভিডিও কনটেন্ট দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন না।

প্রশ্নঃ মোবিশপ পোর্টালটি ব্যবহারের ক্ষেত্রে কোন ধরণের মোবাইল উপযোগী?

উত্তরঃ মোবিশপ পোর্টালটি ইন্টারনেট ব্যবহারযোগ্য যেকোনো মোবাইল দিয়ে ব্রাউজ করতে পারবেন।

প্রশ্নঃ কেউ যদি মোবিশপ পোর্টালে সাবস্ক্রাইব না করে কোন কনটেন্ট দেখতে চায়?

উত্তরঃ কেউ যদি মোবিশপ পোর্টালে সাবস্ক্রাইব না করে কোন কনটেন্ট দেখতে চায় তাহলে শুধু মাত্র ফ্রি ভিডিও কনটেন্ট গুলো দেখতে পারবে।

প্রশ্নঃ কারা মোবিশপ পোর্টালটি ব্যবহার করতে পারবেন?

উত্তরঃ সকল পোস্ট পেইড ও প্রি পেইড ইউজার মোবিশপ পোর্টালটি ব্যবহার করতে পারবেন।

প্রশ্নঃ মোবাইল সেট পরিবর্তন করলে কি মোবিশপ পোর্টালে পুনরায় সাবস্ক্রাইব করতে হবে?

উত্তরঃ আপনি যদি নতুন মোবাইলে আপনার পুরানো সিম কার্ডটি ব্যবহার করে থাকেন এবং পুরানো নাম্বারটিতে যদি আপনি মোবিশপ পোর্টালে সাবস্ক্রাইব অবস্থায় থাকেন তাহলে আপনাকে পুনরায় সাবস্ক্রাইব করতে হবে না।