পৃথিবীর অদ্ভুত সুন্দর গুহাগুলো (১ম পর্ব)

বর্ণনা

জেনে নিই পৃথিবীর অদ্ভুত সুন্দর কয়েকটি গুহা সম্পর্কে
এস্রিসেনওয়েল্ট কেভ, সালজবার্গ, অস্ট্রিয়া:  জার্মান ভাষায় এস্রিসেনওয়েল্ট মানে বরফ-দৈত্যদের জগত। আর এস্রিসেনওয়েল্ট কেভ হল বিশ্বের সবচেয়ে বড় বরফের গুহা। গুহাতে এমনভাবে বরফ জমে থাকে, যা দেখে মনে হয় প্রকৃতি বড় বড় দরজা খুলে আপনাকে স্বাগত জানাচ্ছে। দৈত্যকার এই গুহাটি প্রায় ৪২ কিলোমিটার এলাকা জুড়ে ছড়ানো রয়েছে।  এর চোখ ধাঁধানো সৌন্দর্যে যেকেউ বিমোহিত হয়ে যাবে।
কার্লসবাড কেভ, নিউ মেক্সিকো, যুক্তরাষ্ট্র: পৃথিবীর বৃহত্তম গুহাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে অবস্থিত কার্লসবাড কেভ একটি। আমেরিকার অন্যতম দর্শনীয় স্থান এই গুহাটিতে একটি ঘর রয়েছে যা ৪০০০ ফুট লম্বা এবং ৬২৫ ফুট চওড়া। এটি মাটি থেকে ছাদ পর্যন্ত প্রায় ২৫৫ ফুট উঁচু। গুহাটি প্রাকৃতিক আলোয় আলোকিত হলেও এর নানা রঙের ক্যানভাস দেখলে তা মনে হবে না।
বাতু কেভ, গোম্বাক, মালয়েশিয়া: বাতু শব্দের অর্থ পাথর আর কেভ মানে গুহা। তার মানে “বাতু কেভ” এর অর্থ ‘‘পাথর গুহা” ৷  মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ১৩ কিলোমিটার দূরে গোম্বাক সেলাংগর নামক স্থানে অবস্থিত এই গুহাটি। কথিত আছে, এটি ৪০ কোটি বছরের পুরোনো। বাতু কেভ সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনার স্থান৷ হিন্দু ধর্মালম্বীদের ভারতের বাইরে সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থল ও মালয়েশিয়ান হিন্দু উৎসবের কেন্দ্রবিন্দু এই “বাতু কেভ”৷ তীর্থস্থল হলেও এখানকার নানা সৌন্দর্য মন কেড়ে নেবে আপনার। ২৭২টি সিঁড়ি অতিক্রম করে গুহা পর্যন্ত পৌঁছাতে হয়। গুহার সামনে হিন্দু দেবতা মুরুগানের বিশাল আকারের একটি মূর্তি রয়েছে। এটি ৫২ দশমিক সাত মিটার বা ১৪০ ফুট উঁচু। প্রতি বছর লাখ লাখ পর্যটক এবং তীর্থযাত্রী এখানে ভিড় করেন।
মার্বেল কেভ, প্যাটাগোনিয়া, চিলি: চিলির জেনারেল ক্যারেরা লেকের মাঝে নানা রঙের শ্বেত পাথরের তৈরি গুহা। জলের প্রতিফলনে সূর্যের আলো পড়লে তা এতই আকর্ষণীয় হয় যে, এমন রঙের খেলা আর কোথাও দেখতে পাবেন না।
দ্য রিড ফ্লুট কেভ, গুয়াংজি, চীন: চীনের গুয়াংজিতে অবস্থিত মাটির নিচে তৈরি “দ্য রিড ফ্লুট কেভ”-এ বাতাসের খেলায় নানা সুরের মূর্ছনা তোলে। তাই এর নাম “ফ্লুট কেভ” রাখা হয়েছে। এর সঙ্গে সূর্যের আলোতে স্ট্যালামাইট আর পাথরের পিলারগুলোকে হালকা নীল রঙের মনে হয়। দূর থেকে এ গুহাকে নীল রঙে আঁকা একটি ক্যানভাস মনে হয়।

Total Ratings:

আরো দেখতে পারেন

Generic placeholder image
পৃথিবীর মহাসাগরগুলোর কোনটা কতটা গভীর
Generic placeholder image
আমাজন সম্পর্কিত অদ্ভুত ও বিস্ময়কর তথ্য
Generic placeholder image
পৃথিবীর অদ্ভুত সুন্দর গুহাগুলো (২য় পর্ব)
Generic placeholder image
মরুভূমির প্রতিকূল পরিবেশে বাস করা ৫টি প্রাণী
Generic placeholder image
পৃথিবীর রহস্যময় ৫ টি দ্বীপ
Generic placeholder image
পৃথিবীর সবচেয়ে বড় ৫টি নদী (২য় পর্ব)
Generic placeholder image
পৃথিবীর সবচেয়ে বড় ৫টি নদী
Generic placeholder image
বরফ পিচ্ছিল হওয়ার রহস্য উদঘাটন
Generic placeholder image
মহাসাগরগুলির গভীরতার রহস্য
Generic placeholder image
বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিগুলো (২য় পর্ব)