আনন্দনগরী কলকাতা

বর্ণনা

“সিটি অফ জয়” বা “আনন্দনগরী” হিসেবে খ্যাত কলকাতা বাঙ্গালিয়ানা সংস্কৃতি, ভাষার ঐক্য আর বাংলাদেশ সীমান্তের পাশেই হওয়ায় স্বল্প খরচে ভ্রমণের জন্য বাংলাদেশীদের পছন্দের শীর্ষে।
কলকাতার অবস্থান: কলকাতা বাংলাদেশ সীমন্তের পাশেই অবস্থিত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত।
কলকাতা ভ্রমণের উপযুক্ত সময়: কলকাতায় গ্রীষ্মকালে অর্থ্যাৎ এপ্রিল থেকে জুন মাসে তাপমাত্রা প্রায় ৩৫-৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে। তাই এই ঋতু এড়িয়ে চলাই ভাল। কলকাতা ভ্রমণের জন্য সবচেয়ে ভাল সময় হল বর্ষাকাল(জুলাই – সেপ্টেম্বর) এবং শীতকাল(অক্টোবর – ফেব্রুয়ারি)।
ইন্ডিয়া যেতে ভিসা প্রসেসিং: টুরিস্ট হিসেবে ভারতে যেতে আপনার প্রথম কাজটি হল ভিসা প্রসেসিং। ইন্ডিয়া যেতে ভিসা প্রসেসিং এর খুঁটি নাটি সব জানতে আমাদের ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর ভিডিও দেখুন।
যেভাবে যাবেন কলকাতা: ঢাকা থেকে কলকাতার দূরত্ব মাত্র ৩০০ কিলোমিটারের মত। আপনি বাস, ট্রেন অথবা বিমানে করে খুব সহজেই যেতে পারবেন কলকাতা।
কলকাতা ভ্রমণে থাকা-খাওয়া: কলকাতায় থাকার জন্যে অসংখ্য হোটেল ও গেস্ট হাউজ আছে। শহরের নিউমার্কেট, মারকুইস স্ট্রিট, পার্ক স্ট্রিট, সদর স্ট্রিটে মোটামোটি মানের হোটেল পেয়ে যাবেন।  আর খাওয়ার জন্যও অলি-গলিতে অসংখ্য হোটেল পেয়ে যাবেন। কলকাতাবাসীরা মিষ্টি খাবার পছন্দ করায় শহরে নানা ধরনের মিষ্টি পাবেন। চেকে দেখতে পারেন।
যেখানে যেখানে ঘুরবেন: ১৯২১ সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামানুসারে তৈরি বিখ্যাত স্থাপনাটি কলকাতার সেরা আকর্ষণগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও ফোর্ট উইলিয়াম, মার্বেল প্যালেস, হাওড়া ব্রিজ, ইডেন গার্ডেন, মাদার তেরেসা হাউজ, বেলুর মঠ, পার্ক স্ট্রীট, ইন্ডিয়ান মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন, দক্ষিণেশ্বর কালীমন্দির ইত্যাদি ঘুরে দেখতে পারেন।
প্রয়োজনীয় কিছু টিপস:
  • একদিনের জন্য ট্যাক্সি ভাড়া করে শহরের টুরিস্ট স্পটগুলো ঘুরতে সুবিধা হবে।

Total Ratings:

আরো দেখতে পারেন

Generic placeholder image
তাজহাট জমিদার বাড়ি (২য় পর্ব)
Generic placeholder image
তাজহাট জমিদার বাড়ি
Generic placeholder image
সোনারগাঁও লোকশিল্প জাদুঘর ও পানাম সিটি
Generic placeholder image
কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থানগুলো
Generic placeholder image
পুঠিয়া রাজবাড়ী
Generic placeholder image
মুড়াপাড়া জমিদার বাড়ি
Generic placeholder image
ধনবাড়ী জমিদার বাড়ি
Generic placeholder image
শশী লজ
Generic placeholder image
বড় সরদার বাড়ি
Generic placeholder image
মহেরা জমিদার বাড়ি