বর্ষার সময়ে আপনার সাঁজ-গোজ ও চেহারায় একটা সতেজ ভাব ধরে রাখার জন্য পোশাকের পাশাপাশি মেকআপেও আনতে হবে পরিবর্তনের ছোঁয়া। বাইরে চমৎকার আবহাওয়া দেখে হয়তো সেঁজেগুজে বের হলেন। কিন্তু প্রকৃতির মন-মর্জি বোঝা বড় দায়। এই রোদ তো হঠাৎ আকাশ কালো হয়ে নেমে আসতে পারে এক পশলা বৃষ্টির ছাঁট, সেই সঙ্গে ভ্যাপসা গরম। আবার কখনও সে বৃষ্টি স্থায়ী হতে পারে দীর্ঘ সময়ের জন্য। তাই বর্ষার সময়টা ত্বক এবং মেকআপ ভালো রাখার জন্য সবচেয়ে কঠিন একটা সময়। কারণ এ সময় যখন তখন বৃষ্টির কবলে পড়ে কিংবা ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘেমে নষ্ট হয়ে যেতে পারে আপনার সাঁজ-গোজ।
ত্বকেরধরনবুঝেসাঁজ
প্রথমে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। তারপর ত্বক তৈলাক্ত হলে অবশ্যই ব্যবহার করুন অ্যাসট্রিনজেন্ট। আর ত্বক যদি সাধারণ হয়, সেক্ষেত্রে হালকা টোনার ব্যবহার করতে পারেন। এতে ত্বকের ছিদ্র পরিষ্কার হয়ে যায়।
ফেস মাস্ক
ত্বক যদি শুষ্ক হয়, সেক্ষেত্রে রাতে ঘুমোতে যাওয়ার আগে কোনো ময়েশ্চারাইজিং ফেস মাস্ক ব্যবহার করতে পারেন।
ম্যাসাজ
বর্ষাকালে আবহওয়ার কারণেই ত্বক তৈলাক্ত হয়ে যায়। এর ফলে মুখে ব্রণের প্রকোপ বাড়ে। এই বিপত্তি এড়াতে ব্যবহার করতে পারেন ন্যাচারাল অয়েল; যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে ভাল করে ম্যাসাজ করুন প্রাকৃতিক তেল। কিছু সময় পরে ফেইস ওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মেক-আপ
বাজারে নানা ধরনের মেক-আপ রয়েছে যা পানিতেও টিকে থাকে। কিন্তু মনে রাখতে হবে, এই ধরনের মেক-আপে ব্যবহৃত কেমিক্যাল ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই এ ধরনের কসমেটিকস ব্যবহারের পরে তা তোলার জন্য অলিভ অয়েল বা আমন্ড অয়েল খুবই ভাল।
ওয়াটারপ্রুফ (Waterproof) লিপস্টিক
যেহুতু বৃষ্টির দিন, তাই লিপস্টিক এড়িয়ে চলতে পারেন। তবে জরুরি মনে করলে ব্যবহার করতে পারেন ওয়াটারপ্রুফ (Waterproof) লিপস্টিক। আর ওয়াটারপ্রুফ (Waterproof) লিপস্টিক ব্যবহারের আগে, ঠোটে ল্যাভেন্ডার অয়েল লাগিয়ে নিতে পারেন।
যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
ভারী ফাউন্ডেশনের পরিবর্তে পাউডারধর্মী হালকা মেকআপ বেইজ তৈরি করা উচিৎ।
এসময় পানিরোধী মাস্কারা ব্যবহার করা সবচেয়ে ভালো। মাস্কারা পানিরোধী হলে তা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
চুলের আর্দ্রতা ধরে রাখতে “লিভ-ইন” কন্ডিশনার বা সিরাম ব্যবহার করা ভালো। এতে চুল সুন্দর থাকে এবং রুক্ষতা দূর হয়।
বর্ষাকালে চুলে ব্লো ড্রায়ার ও গরম আয়রন বা কার্লার ব্যবহার করা ঠিক না।
গালে ক্রিমের বদলে পাউডারধর্মী ব্লাশ ব্যবহার করা ভালো।
To enjoy all exclusive contents of Mobishop WAP portal, please connect your mobile data and visit http://mobishop.com.bd/ or sms START MS to 24747 from your Grameenphone/Robi/Banglalink/Airtel number. Thanks!
Social Share