গরমের এই সময়ে সাঁজ নিয়ে সবাইকেই বেশ ঝামেলায় পরতে হয়। কোন সাঁজে আপনাকে সতেজ লাগবে আর আপনার ত্বকের সাথে মানিয়ে যাবে, তা নিয়ে অনেক ভাবতে হয়। আর সাঁজের ক্ষেত্রে, তা মন মতো না হলে আর নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে না পারলে, সারাটা দিনই খারাপ কাটে। এই গরমে সাঁজ ঠিক রাখতে আর নিজেকে সতেজ দেখাতেই অনেকটা সময় চলে যায়। কিন্তু ছোট ছোট কিছু বিষয় খেয়াল করলে এই গরমেও আপনার সাঁজ থাকবে পরিপাটি।
হালকা মেকআপ
গরমের সময় সাঁজ-গোজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখের মেকআপ । ত্বকের আর্দ্রতার মাত্রা ঠিক রেখে সাঁজের সব দিক ঠিক রাখা বেশ কঠিন। এই গরমে সবসময় মুখে মেকআপ লাগানোর আগে, মুখ ফেইস ওয়াস দিয়ে ধুয়ে নিন। এরপরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। কিছুক্ষণ অপেক্ষা করে এবার বিবি ক্রিম বা ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে মেকআপ করলে মুখে তা খুব সহজে বসবে এবং উঠে যাবে না। আর ক্রিম বা ফাউন্ডেশন ত্বকে যেন ভালোভাবে ব্লেন্ড হয় সেদিকেও লক্ষ রাখুন। এতে আপনাকে সারাদিন বেশ সতেজ আর প্রাণবন্ত লাগবে।
ব্লাশন
গরমে ব্লাশন লাগাতে একটু ভুল হলে তা সাঁজের পুরো বিষয়টিই নষ্ট করে দেয়। তাই এই গরমে ক্রিম বেইজ ব্লাশন বেছে নেওয়া উচিৎ, আর এটি দীর্ঘস্থায়ীও হয়। আর এই আবহাওয়ায় উজ্জ্বল রং এড়িয়ে হালকা ব্লাশন বেছে নেওয়াই ভালো। যার মধ্যে আপনি বেঁছে নিতে পারেন অ্যাপ্রিকোট বা কোরাল, হালকা গোলাপি ইত্যাদি রংগুলো। বাড়তি উজ্জ্বলতা যুক্ত করতে ব্লাশনের উপর হালকা করে ব্রোঞ্জার বুলিয়ে নিতে পারেন।
চোখের সাঁজ
গরমে চোখের সাঁজের ক্ষেত্রে চকচকে শ্যাডো এড়িয়ে চলুন। হালকা রংয়ের শ্যাডো দিয়ে পাপড়ি ঘেষে লাইনার টেনে নিন। চাইলে রঙিন লাইনারও ব্যবহার করা যেতে পারে। চোখের নিচে দিতে পারেন কাজল, এরপর হালকা করে স্মাজ করে নিন। উপরের ও নিচের পাপড়িতে ঘন করে মাস্কারা লাগিয়ে নিতে পারেন। তবে গরমের সময়ে সাঁজের ক্ষেত্রে, তা ওয়াটার প্রুভ (Waterproof) হলে সবচেয়ে ভালো হয়।
লিপস্টিক
গরমের মধ্যে হালকা রঙের ম্যাট লিপস্টিকই আপনার জন্য সবচেয়ে ভালো নির্বাচন হবে। মেজেন্টা, লাল, চড়া গোলাপি কিংবা বেগুনি রঙের ম্যাট লিপস্টিকেও আপনাকে দারুণ মানাবে আর সতেজ দেখাবে।
To enjoy all exclusive contents of Mobishop WAP portal, please connect your mobile data and visit http://mobishop.com.bd/ or sms START MS to 24747 from your Grameenphone/Robi/Banglalink/Airtel number. Thanks!
Social Share