বঙ্গবন্ধু সাফারি পার্ক

বর্ণনা

একবার ভাবুন তো, আপনি এমন এক জায়গায় গেলেন যেখানে আপনি রয়েছেন খাঁচায় বন্দী আর চারপাশ দিয়ে উন্মুক্ত বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, বন্য হরিণসহ ভয়ংকর সব জীবজন্তু ঘোরাফেরা করছে। হয়তো হঠাৎ সামনে থেকে এক বাঘ রাস্তা আটকিয়ে দিলো কিংবা জানালার পাশে এসে সিংহ গর্জন দিয়ে উঠলো। কি ভাবছেন ? এটা ডিসকভারি চ্যানেলের কোন প্রামাণ্যচিত্র ? না বন্ধুরা বাংলাদেশেই এই রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন। ঢাকার অদূরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় গেলে পাবেন এই অভিজ্ঞতা।
বঙ্গবন্ধু সাফারি পার্কের অবস্থান: বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলেই পৌঁছে যাবেন এই পার্কে।
ভ্রমণের সময়: সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল হওয়ায় বছরের যেকোনো সময় ঘুরে আসতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে। আর সপ্তাহের প্রতি মঙ্গলবার পার্কটি বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। পুরোটা পার্কটি ভাল করে ঘুরে দেখতে চাইলে সারাদিন সময় হাতে রাখবেন। 
যেভাবে যাবেন বঙ্গবন্ধু সাফারি পার্কে: গাজীপুর চৌরাস্তা-ময়মনসিংহ হাইওয়ে দিয়ে চলাচলকারী যেকোনো বাসে উঠে বাঘের বাজার বাসস্ট্যান্ডে নামবেন। সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক যেতে রিকশা বা অটোরিকশায় ভাড়া লাগবে ২০-৪০ টাকা। এছাড়া ব্যাক্তিগত গাড়ী অথবা রিজার্ভ যেকোনো বাহন নিয়ে সরাসরি সাফারী পার্কের গেইটে নামতে পারবেন।  সেখানে গাড়ি পার্কিং এর সু-ব্যবস্থা আছে।
বঙ্গবন্ধু সাফারি পার্ক ভ্রমণে থাকা-খাওয়া: বঙ্গবন্ধু সাফারি পার্কে রাত্রি যাপনের জন্য রয়েছে একটি বিশ্রামাগার। সেখানে আগে থেকে বুকিং দিয়ে থাকতে পারবেন। অথবা গাজীপুর খুব কাছে হওয়ায় চলে আসতে পারেন গাজীপুর। সেখানে থাকার অসংখ্য হোটেল রয়েছে। আর পার্কের ভিতরে খাওয়ার জন্য টাইগার রেস্তোরাঁ ও সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ নামে ক্যাফেটেরিয়া আছে। সেখান থেকে খেয়ে নিতে পারেন। এছাড়া গেইটের বাইরেও বেশ কয়েকটি খাবারের দোকান আছে।
সাফারি পার্কে প্রবেশ মূল্য: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা, শিক্ষার্থীদের জন্য ২০ টাকা এবং কোর সাফারী পার্ক পরিদর্শনের জন্য প্রাপ্তবয়স্কদের টিকেট পড়বে ১০০ টাকা, শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা। এছাড়া প্রতিটি ডিসপ্লে এর জন্য আলাদা টিকেট কাটতে হবে যার মূল্য ১০ থেকে ১০০ টাকার মধ্যে। 
প্রয়োজনীয় কিছু টিপস:
  • বাঘ ও সিংহ পরিদর্শনকালে চলন্ত গাড়ি থেকে নামবেন না।
  •  হিংস্র বন্য প্রাণীর খাচা থেকে দূরে থাকবেন।

Total Ratings:

আরো দেখতে পারেন

Generic placeholder image
সবুজের ছোঁয়া পেতে জিন্দা পার্ক
Generic placeholder image
গ্রামীণ পরিবেশের ছোঁয়ায় নুহাশ পল্লী