টাঙ্গাইলের ২০১ গম্বুজের মসজিদ

বর্ণনা

ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে মনের খোরাক হিসেবে বিভিন্ন স্থানে ভ্রমণ একটি উত্তম উপায়। ভ্রমণের জন্য যে শুধু বিদেশ যেতে হবে এমন কিন্তু নয়। আমাদের দেশেও আনাচে-কানাচে লুকিয়ে আছে সুন্দর সব স্থাপনা। এমনই একটি স্থাপনা আছে ইতিহাস-ঐতিহ্যের অন্যতম সূতিকাগার বলে খ্যাত টাঙ্গাইলে। সেটি হল ২০১ গম্বুজ মসজিদ।
২০১ গম্বুজ মসজিদের অবস্থান: ইতিহাস সৃস্টি করা ২০১ গম্বুজ মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। টাঙ্গাইল সদর থেকে মসজিদটি ৪০ কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
২০১ গম্বুজ মসজিদ ভ্রমণের সময়: টাঙ্গাইলের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল হওয়ায় বছরের যে কোনো সময়েই ঘুরে আসতে পারেন বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক গম্বুজের এই মসজিদটি থেকে।
যেভাবে যাবেন ২০১ গম্বুজ মসজিদ: ২০১ গম্বুজ মসজিদ যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে গোপালপুর উপজেলায় গিয়ে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই ২০১ গম্বুজ মসজিদে যেতে পারবেন।
২০১ গম্বুজ মসজিদ ভ্রমণে থাকা-খাওয়া: ২০১ গম্বুজ মসজিদের আশে-পাশে থাকার মত ব্যবস্থা এখনো গড়ে উঠেনি। থাকতে চাইলে টাঙ্গাইল শহরে গিয়ে থাকতে পারেন। সেখানে থাকার বেশ কয়েকটি হোটেল আছে। আর খাওয়ার জন্য মসজিদটির সামনে কয়েকটি হোটেল গড়ে উঠেছে। সেখানে নাস্তা বা দুপুরের খাবার খেতে পারবেন। এছাড়া খাবার সাথে করে নিয়ে যেতে পারেন।
প্রয়োজনীয় কিছু টিপস:
  • মসজিদ পরিদর্শনে গেলে পবিত্রতা এবং শালীন পোশাক-আশাকের প্রতি খেয়াল রাখুন।

Total Ratings:

আরো দেখতে পারেন