ব্রিটেনের রাণী যেসকল অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী
- যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের অনুমোদন না পেলে, আইন পাস হওয়ার উপায় নেই।
- আর্থ কুইন বলা হয় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে। বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্রের রানী ও রাষ্ট্রপ্রধান তিনি।
- পাসপোর্ট ছাড়াই তিনি ঘুরে বেড়াতে পারেন সারা বিশ্বে। এমনকি গাড়ি চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্সও তার প্রয়োজন হয় না।
- টেমস নদীর সব রাজহাঁসের মালিকের পাশাপাশি ব্রিটেনের সব ডলফিনের মালিকও তিনি।
- শাসনকর্তা এবং সরকার নিয়োগ দেয়ার দায়িত্বও তারই।
- অস্ট্রেলিয়ার হেড অব স্টেট হওয়ার কারণে সে দেশের সরকারপ্রধানকে বরখাস্ত করতে পারেন রানি।
একই ক্ষমতাবলে রানি যেসব দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে পারেন - অ্যান্টিগা, বারবুডা, বাহামাস, বারবাডোস, কানাডা, গ্রেনাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, সলোমন আইল্যান্ডস এবং টুভালু হেড অব স্টেট।
- ইংল্যান্ডের ধর্মের প্রধান কুইন এলিজাবেথ দ্বিতীয়।
- রানি আইনের উর্দ্ধে এবং তিনি আদালতে কোনো প্রমাণপত্র জমা দিতে বাধ্য নন।
- একজন ব্যক্তিগত কবিও রয়েছেন রানী এলিজাবেথের।
Social Share