ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আর এই উৎসব আনন্দে হাজারটা কাজের মাঝেও নিজেকে একটু পরিপাটি আর আকর্ষণীয় করে সাজিয়ে রাখতে সবারই মন চায়। এজন্য দরকার একটু বাড়তি সচেতনতা। ঈদের দিনের পোশাকটি কেমন হবে। সেই সঙ্গে সাজবেনই বা কেমন করে, এসব নিয়ে আমাদের যেন ভাবনার শেষ নেই।
কেমন হবে ঈদের দিনের পোশাক
ঈদের দিন একটু আরামদায়ক পোশাক পরিধান করাই ভালো। এক্ষেত্রে হালকা সুতি হলে বেশি ভালো হয়। শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, জিন্স যেটাই হোক তার সঙ্গে ম্যাচিং করে পরা যায় দুটি চুড়ি আর পায়ে দুই ফিতার চটি। এই দিনে সবার মধ্যেই খুশিখুশি ভাবটা থাকে, তাই সাজগোজের ব্যাপারটিও এ সময় বেশি প্রাধান্য পায়। তবে এ দিন শিফন, জর্জেট, সুতি, ঢাকাই জামদানি, মসলিন, টাঙ্গাইলের জামদানি কাপড়গুলোও পরতে পারেন। এগুলো হালকা হওয়ায় খুব আরামদায়ক হবে।
সুন্দর লুকে নিজেকে উপস্থাপন
ঈদের দিনে এতো কাজের ভিড়েও নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে হলে একটু সচেতন হতেই হয়। ঈদের আগের দিনই ঈদের সাজটাকে তিন ভাগে ভাগ করে নেয়ার একটা পরিকল্পনা করে নিন। সেই পরিকল্পনা অনুযায়ী সকাল, দুপুর ও রাতের সাঁজের পোশাক কেমন হবে।
সকালের সাঁজ
সকালে একটু-আধটু কাজের চাপ থাকে, তাই চলাফেরা করতে সহজ হয় এমন কোনো পোশাক বেছে নিন। সকালের আবহাওয়ার সাঙ্গে মানানসই কোন হালকা কালারের পোশাক পরতে পারেন। মেকআপের শুরুতে অবশ্যই ত্বক পরিষ্কার করে নিতে হবে। এরপর টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে স্কিন টোনের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে পাউডার লাগিয়ে নিন। সকাল বেলায় ভারি মেকআপ না নেওয়াই ভালো। এসময় চোখে কাজল পরতে চাইলে কালো না পরে ব্রাউন কালার বেছে নিতে পারেন।
এছাড়া, সালোয়ার-কামিজের সঙ্গে কেমন সাঁজ নেবেন এ প্রসঙ্গে, অনেক বিউটি এক্সপার্টদের সাজেশন হচ্ছে- সকালে সুতির সালোয়ার-কামিজের সঙ্গে সাঁজটা একেবারে শুভ্র ও ন্যাচারাল হবে। চোখে কাজল এবং ঠোঁটে ন্যাচারাল কালারের লিপিস্টিক লাগিয়ে নিলে চেহারায় সকালের শুভ্রতার একটা প্রতিচ্ছবি ফুটে উঠবে। সাথে চুলটা বাঁধা থাকবে।
দুপুরের সাঁজ
ঈদের দিন দুপুরে বাড়িতেই থাকার চেষ্টা করুন। আর সেক্ষেত্রে, দুপুরে হালকা রং এর পোশাক বেছে নিন। আর সাঁজের ক্ষেত্রে ফাউন্ডেশনের সঙ্গে পাউডার মেখে হালকা করে ব্লাশন বুলিয়ে নিন, দুই গালে। আর দিতে পারেন লিপগ্লোস। চোখের সাজে ভিন্নতা আনতে স্যাডো এবং আইলাইনার ব্যবহার করতে পারেন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কানে ও গলায় পরতে পারেন ছোট গয়না।
দুপুরে আইশ্যাডোর রঙের সঙ্গে ম্যাচ করতে পারেন, আবার কন্ট্র্যাস্টও করতে পারেন। চোখের পুরোটা পাতায় বেজ কালার করে নিন। তারপর পছন্দমত অন্য কালার লাগান। চোখের লেশের কোল ঘেঁষে ও আউটার কর্নার পেন্সিল আইলানার দিয়ে টেনে নিন। গালে আলতো করে একটু ব্লাশন ছুঁইয়ে নিন। লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে লিপিস্টিক লাগিয়ে নিন। ব্যাস খুব সহজে সাঁজগোজ হয়ে গেল।
রাতের সাঁজ
রাতে আপনি আপনার ইচ্ছেমতো সাজুন। বাইরে গেলে শাড়ি পরুন। বাঙ্গালি নারীদের পূর্ণ সৌন্দর্য প্রকাশ পায় এই শাড়িতে। মুখে ও গলায় ফাউন্ডেশন কমপ্যাক্ট পাউডার দিন। আপনার সাঁজ বেশি সময় স্থায়ী করতে স্পঞ্জ পানিতে ভিজিয়ে মুখে চেপে মেকআপ বসিয়ে নিন। চোখে মাশকারা, আইলাইনার এবং গাঢ় রঙ এর স্যাডো ব্যবহার করুন।
রাতের সাজে শাড়ি খুব বেশি গর্জিয়াস হলে, মেকআপটা পরিচ্ছন্ন ও উজ্জ্বল হবে। চোখের ওপরে অ্যাকোয়া ব্লু এবং গ্রে আইশ্যাডো একসঙ্গে মিলিয়ে লাগান। চোখের ইনার কর্নারে গোল্ড বা শিমারি পিঙ্ক আইশ্যাডো স্মাজ করে লাগিয়ে নিন। তবে ব্লাশনের রঙ বেশি উজ্জ্বল না হওয়াই ভালো। হালাকা রঙের লিপিস্টিক রাতের সাজের জন্য বেশি মানানসই হবে।
To enjoy all exclusive contents of Mobishop WAP portal, please connect your mobile data and visit http://mobishop.com.bd/ or sms START MS to 24747 from your Grameenphone/Robi/Banglalink/Airtel number. Thanks!
Social Share