ভালোবাসা দিবসের সাঁজ
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। লাল গোলাপ হাতে পছন্দের মেয়েটিকে বা ছেলেটিকে "আমি তোমাকে ভালোবাসি" বলার উপযুক্ত সময়। আর যারা আগে থেকেই জুটিবদ্ধ হয়ে আছে, সেই প্রেমিকযুগল এই বিশেষ দিনটি উদযাপনের জন্য বাইরে ঘুরতে বের হচ্ছে। এই বিশেষ দিনটিতে প্রিয়জনকে আরও কিভাবে আকৃষ্ট করা যায়, সবার মধ্যেই চলতে থাকে সেই জল্পনা-কল্পনা। চলুন তাহলে জেনে নেয়া যাক, ভালোবাসা দিবসের সাজসজ্জা সম্পর্কে বিশেষ কিছু টিপস--
- ভালোবাসা দিবসে আপনাদের দুজনের ড্রেস যদি একই রকম হয়, তাহলে কেমন মজা হবে বলুন তো!! যেমন- আপনার পছন্দের মানুষটি যদি লাল শাড়ি পরেন, তাহলে আপনি মিলিয়ে পরতে পারেন লাল পাঞ্জাবি। যে কেউ ধরেই নেবে আপনার একজন আরেকজনকে অনেক ভালোবাসেন। আর আপনাদের মধ্যে ভালোবাসা আরও বেড়ে যাবে।
- ছেলেদের সাজসজ্জার প্রথম কথাই হচ্ছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা। তাই, নিজেকে সতেজ ও সুরভিত রাখতে ব্যবহার করতে পারেন লোশন, ডিওডেরান্ট কিংবা পারফিউম। এছাড়া ছেলেদের রূপচর্চা ও সাজসজ্জা অনেকটাই সেভ করার সঙ্গে সম্পৃক্ত। ভালো কোনো ব্রান্ডের শেভিং জেল ব্যবহার করে শেভ করে নিন। শেভিংয়ের পর আফটার শেভ লোশন ব্যবহার করুন।
- ভালোবাসা দিবস মানেই লালের ছড়াছড়ি। এই দিনে সবাই সাধারণত লাল রংয়ের পোশাক পরতেই বেশি পছন্দ করেন। তবে এবছর ভিন্ন কিছুও চেষ্টা করে দেখতে পারেন। লাল একটি অসাধারণ রং। তবে এটা এছাড়াও অন্যান্য কিছু রং ও ছাপা আছে, যেটা হতে পারে অন্যদের থেকে আলাদা এক ব্যতিক্রমধর্মী ফ্যাশন। এর ফলে আপনার বিশেষ দিনটি আরও বেশি বিশেষ হতে পারে।
- ভালোবাসার দিনটিকে আরও আরামদায়ক ও শান্তিপ্রিয় করতে পেস্টধর্মী রং বেছে নিতে পারেন। উজ্জ্বল রং যে কোনো বস্তুর উজ্জ্বলতা ও সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। তবে মাঝে মধ্যে আমরা সবাই হালকা ও স্নিগ্ধ সাঁজ নিতে পছন্দ করি। সেক্ষেত্রে এই ধরনের রং বাছাই করা যেতে পারে।
- ভালোবাসা দিবসের দিনটিতে মেয়েরা লাল ছাড়া আরেকটা রঙের পোশাকে বেশ স্বাচ্ছন্দবোধ করে, আর তা হল গোলাপি। এছাড়াও, এই বিশেষ দিনটিতে আপনার পোশাকে ভালোবাসার ছোঁয়া আনতে লালচে বেগুনি ও বেগুনি রং বেছে নিতে পারেন।
- সুন্দর নীল রংয়ের পোশাক আপনার মাঝে আনতে পারে চমৎকার পরিবর্তন। নীল রংয়ের পোশাক দেখতেও বেশ স্টাইলিস্ট লাগে। এর সঙ্গে নেভি ব্লু হিল ও কালো মুক্তার কানের দুল বেশ মানানসই হবে।
- রাতে বেড়াতে গেলে কালো রংয়ের রাফল বা কুঁচি দেওয়া গলার পোশাক দেখতে বেশ আবেদনময়ী লাগে। এমন পোশাকের সঙ্গে উঁচু সূঁচালো হিল ও কাজ করা চকচকে ব্যাগ ভালোবাসা দিবসের সঙ্গে চমৎকার ভাবে মানানসই হবে।
- মেইকআপের ক্ষেত্রে লাল রংয়ের লিপস্টি ও ‘মিনারেল ব্রোঞ্জার’ ব্যবহার করতে পারেন। আর অলংকারের ক্ষেত্রে সাধারণ রুপালি রংয়ের অথবা অ্যাক্সেন্ট ব্রেসলেট বাছাই করতে পারেন।
- আপনার সাজগোজে অলংকার হিসেবে ক্রিস্টাল, গলার ভারী গহনা, ধাতবের ক্লাচ ও উঁচু হিল বেছে নিতে পারেন। ভালোবাসা দিবসের সাজসজ্জায় পোশাক নিয়ে অতিরিক্ত মাতামাতি না করে, কেবল পোশাকের রং নির্বাচনে প্রাধান্য দেয়াটাই শ্রেয় হবে।
Social Share